চাঁদাবাজি মামলায় ফেনীর সেই যুবলীগ নেতা কারাগারে

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে চাঁদা না পেয়ে দোকানে হামলার ঘটনায় মামলায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন সম্পাদক এ কে এম কামরুজ্জামান রুবেল মিয়াজীর দোকানে হামলা ও ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে পিটুকে আদালতে তোলা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বুধবার সন্ধ্যায় পিটুকে ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। পিটুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৮টি ও সোনাগাজী মডেল থানায় ২টি মামলা রয়েছে।
পিটু সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
এ কে এম কামরুজ্জামান রুবেলের করা মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ আগস্ট শুক্রবার রাত ৮টার দিকে পাঁচগাছিয়া বাজারে হামলাকারীরা নগদ টাকাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলেও তার দাবি।