sliderস্থানীয়

চাঁদপুরের নতুন ডিসি অঞ্জনা খান মজলিস

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাঁদপুরসহ ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে চাঁদপুর জেলায় অঞ্জনা খান মজলিস নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অঞ্জনা খান মজলিস এর জন্মস্থান আনন্দপুর সাভারে। ২২তম বিসিএস প্রশাসন উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন ১০ ডিসেম্বর ২০০৩ সালে মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে। বর্তমানে তিনি উপসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে । পারিবারিক জীবনে তিনি বিবাহিত।
প্রসঙ্গত, জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন জেলা প্রশাসক। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।
এছাড়া জেলা পর্যায়ে ডিসি (জেলা প্রশাসক) সাধারণত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

Related Articles

Leave a Reply

Back to top button