
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে চারজন চোরাকারবারীকে আটক করেছে ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। এসময় ভারতীয় গাঁজা, একটি ব্যাটারি চালিত ভ্যান, মোবাইল ফোন ও ভারতীয় রূপি জব্দ করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিযনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ভোলাহাটের জেকে পোলাডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিনজনকে আটক করে বিজিবি। তাদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন ও ৭০ রূপি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মো.শামিম হোসেন (২৭), শ্রী পলাশ কর্মকার (২৩) ও মো. মিজানুর রহমান (২৩)।
অন্যদিকে একই দিন সকাল সাড়ে ছয় টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (২৫) নামে একজনকে ৩.৭ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভোলাহাট ও শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।




