sliderবিবিধশিরোনাম

চলন্ত ট্রেনের ছাঁদে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে অর্ধশত যাত্রী আহত

ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ছাঁদে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। এই দুর্ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জে।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার মনসুর আলি নামক স্টেশনে পৌঁছানোর একটু আগে কয়েকজন যুবক ট্রেনের ছাদে দাঁড়িয়ে সেলফি তুলতে যান। এ সময় ব্রডব্যান্ড ইন্টারনেটের তারে পেঁচিয়ে পড়ে যান তারা। তারের টানে একটি বাঁশও ট্রেনের ছাদে কাত হয়ে পড়ে।
এ সময় ওই বাঁশের সঙ্গে বাড়ি খেয়ে কয়েকজন ছিটকে পড়েন। এক পর্যায়ে ছাদে গাদাগাদি করে বসা লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছাদ থেকে লাফিয়ে পড়ে যান।
আরো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কিন্তু স্টেশনের খুব কাছে থাকায় ঘটনার সময় ট্রেনের গতি ছিলো খুব কম। ফলে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান যাত্রীরা।
আহতদের মধ্যে ২১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
সেলফি তুলতে গিয়ে এ ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটলো। প্রতিবেশি দেশ ভারতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। চলতি বছর চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফতি তুলতে ভারতে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া সাগর তিরে বা বড় ব্রিজে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েও ভারতে প্রায় মৃত্যুর খবর আসে।

Related Articles

Leave a Reply

Back to top button