
এ বছর আর সাসেক্সের হয়ে খেলা হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। কাঁধের ইনজুরির কারণে দুটি টি-টোয়েন্টি খেলেই শেষ হয়ে গেছে তার এবারের কাউন্টি।
মুস্তাফিজ যে এবার আর কাউন্টিতে খেলতে পারছেন না, তা নিশ্চিত করেছে তার ক্লাব সাসেক্স। আজ এক বিকেল চারটায় নিজেদের ফেসবুক পাতায় সাসেক্স মুস্তাফিজের না খেলার ব্যাপারটি নিশ্চিত করে।
ন্যাটওয়েস্ট ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচেই কাঁধে ব্যাথা অনুভব করেন মুস্তাফিজ। পরে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলা হয়নি তার। এরপর এমআরআই স্ক্যানে দেখা যায় তার কাঁধে স্ল্যাপে (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টিরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা।
যা অস্ত্রোপচার ছাড়া পুরোপুরি নিরাময় সম্ভব নয়। তবে ব্যাথানাশক সেবন করে বা ইনজেকশন নিয়ে মুস্তাফিজ খেলতে পারতেন। কিন্তু সাসেক্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোর দিয়ে বলে দিয়েছে, কোনো রকম ব্যাথানাশক দিয়ে মুস্তাফিজকে না খেলাতে।
বিসিবির পরামর্শ অনুযায়ীই মুস্তাফিজকে খেলানোর কোনো ঝুঁকি নেয়নি সাসেক্স। সুতরাং এখন যদি তারা রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ বা ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের পরের পর্বে যায়ও, তারপরও আর খেলা সম্ভব হবে না মুস্তাফিজের।
আইপিএল মুস্তাফিজ দেশে ফিরেছিলেন ইনজুরি নিয়ে। সেটা না হলে আরো আগেই সাসেক্সের হয়ে খেলতে পারতেন তিনি। কিন্তু আইপিএলের ইনজুরি সারাতেই এক মাস লেগে গেছে মুস্তাফিজের। এই দীর্ঘ সময় তার জন্য অপেক্ষা করেছে সাসেক্স।
প্রথম ম্যাচে খেলতে নেমে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পর নিশ্চয় অপেক্ষার ফল পেয়ে খুশিই হয়েছিলো তারা। কিন্তু বিধিবাম, মুস্তাফিজের ইনজুরি কেড়ে নিলো সাসেক্সের সেই খুশি।