sliderবিনোদন

চলচ্চিত্রে গাইলেন ইমরান ও ন্যান্সি

আবারো একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি। আবুল কালাম আজাদের পরিচালনায় ‘শ্রেষ্ঠ স্বামী’ চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করা হয়েছে। গল্প শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। সম্প্রতি মগবাজার ফোকাস স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। এক্সেল মুভিজের ব্যানারে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।
গানটি সম্পর্কে ন্যান্সি বলেন, ‘গানের কথা ও সুর খুবই সুন্দর। গানটি যদি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তোলা যায় অবশ্যই দর্শকদের ভালো লাগবে। আমি গানটি নিয়ে খুব আশাবাদী।’
ইমরান বলেন, ‘সুন্দর রোমান্টিক একটি গান। আমার বিশ্বাস শ্রোতাদের অবশ্যই গানটি ভালো লাগবে।’

Related Articles

Leave a Reply

Back to top button