
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা প্রচারণা সভা আলোকদিয়ার চরাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। শিবালয়ের তেওতা ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোকদিয়া চর বাজারে দিনব্যাপী এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।
বৃহস্পতিবার সকালে শিবালয়ের আরিচা ৩নং ফেরিঘাট থেকে প্রধান অতিথি তার সফরসঙ্গী নেতাকর্মীদের সাথে নিয়ে পদ্মা নদী পার হয়ে আলোকদিয়ার চরে প্রচারণা সভা কর্মসূচী শেষে সকলের মাঝে ৩১ দফা প্রচারণার ফিললেট বিতরণ করেন। এ সময় তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে রাষ্ট্র নায়ক তারেক রহমানের এই ৩১ দফায় কি কি রয়েছে তা বক্তব্যে তুলে ধরেন। ৫৩ বছর পরে এসেও দেশের অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। কিন্তু রাষ্ট্র কাঠামোতে তেমন কোন পরিবর্তন ঘটেনি। ফলে গণঅধিকার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। গণমানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে হবে বলে জানান তিনি। তারেক রহমানের ৩১ দফার মধ্যে কয়েকটি দফা উল্লেখ করে তিনি বলেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কোন প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কৃষকরা ঘরে বসেই ডিজিটাল কার্ডের মাধ্যমে তাদের পণ্যের ন্যায্যমূল্য পাবে। কৃষককে কোন ক্ষতির মুখ দেখতে হবে না। নির্যাতিত অসহায় মহিলারা ঘরে বসে ডিজিটাল কার্ডের মাধ্যমে ভাতা পাবে। ছোট ক্ষুদে ব্যবসায়ীরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য আর চিন্তা করতে হবে না। তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা থেকে শুরু করে খেটে খাওয়া দিন মজুর পাবে জীবনে বেঁচে থাকার নতুন গতি। তাই রাষ্ট্রকাঠামো মেরামতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম, শিবালয় যুবদলের আ্হবায়ক হোসেন আলী, ওলামা দল কেন্দ্রীয় সংসদের সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুল্লাহ নোমানী, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া প্রমুখ। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে প্রধান অতিথি এস এ জিন্নাহ কবীরকে মানিকগঞ্জ-১ আসন (ঘিওর-দৌলতপুর-শিবালয়ের) এমপি হিসেবে খেটে খাওয়া দিন মুজর মানুষের পাশে রাখার জন্য আলোকদিয়া চরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান। উল্লেখ্য ইতোপূর্বে দৌলতপুরের চরকাটারী, ঘিওরের সিংজুরী ও শিবালয়ের আলোকদিয়ার চর সহ বিভিন্ন জায়গায় তারেক রহমানের ৩১ দফা প্রচারণা কর্মসূচী অব্যহত রয়েছে।