sliderমহানগরশিরোনাম

চট্টগ্রামে আরও ১৫৬ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে ৫২৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে শনিবার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৭ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৬৫ জনের করোনা মিলেছে।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৯৬২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন ৯৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ২৬৭ জন।

Related Articles

Leave a Reply

Back to top button