মানিকগঞ্জে ঘোস্তার হাটে কিশোর গ্যাংয়ের চাঞ্চল্যকর চুরির বিচার

মুহাম্মদ আব্দুল জলীল বিশ্বাস, মানিকগঞ্জ প্রতিনিধি : আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বিখ্যাত ঘোস্তা হাটে হাট কমিটির সভাপতি জনাব মোঃ মহিদুর রহমানের সভাপতিত্বে কিশোর গ্যাংয়ের চাঞ্চল্যকর চুরির বিচার হয়েছে।
বিচারের উপস্থিত ছিলেন মানিকগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক ও নবগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মোঃ নজরুল ইসলাম বাদশা।
চুরি ঘটনাটি ঘটে হাট কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ডাক্তার আব্দুল জলীল বিশ্বাস এর ভাড়াটিয়া হাট মসজিদের ক্যাশিয়ার মোঃ পরশ আলীর মুদি দোকানে, চান মিয়ার বাড়ি ও মেম্বার ষ্টোরের মালিক আলামিনের মুদি দোকানে। পরশ আলী তার জবানবন্দিতে বলেন তার দোকানে এর আগেও দুই বার চুরির হয়েছে। এই বার ঘরে দুই জায়গায় টিন কেটে ৫০/৬০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
চান মিয়া বলেন তার বাড়ির ঘর থেকে দুইটি স্বর্ণের চেইন, একটি রুপার চেইন ও দুইটি ফ্যান চুরি করছে।
আলামিনের চুরি হওয়া ১৪ হাজার টাকা বিভিন্ন কলা কৌশলে টাকা উদ্ধার করে এবং এই চুরির ঘটনা বের করে। তিনি তার ঘরে এর আগেও চুরি হয়েছে বলে হাউজে জানান।
অভিযুক্ত কিশোর গ্যাং সাঈদ (১৩), রবিন (২০), সজিব(১২), মেহেদী(১২), রুবেল(১৩),পান্নু(১৩)।
সভার সভাপতি ৭ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড গঠন করে। এরা হলেন -আতাউর রহমান, আওলাদ হোসেন, নুরুল ইসলাম, মনোয়ার হোসেন গিনী বিশ্বাস, জসীম উদ্দিন, শাহীন ও ওলী।
এর আগে সবার সামনে বাদী- বিবাদী কথা সবাই শুনেন। সবার সামনে কিশোর গ্যাং মেহেদী চুরি করার কথা স্বীকার করে এবং বিস্তারিত বিবরণ দেয়।
জুরি বোর্ড সাইদ ও রবিন কে ৪৫ হাজার টাকা জরিমানা করেন এবং বাদবাকি কিশোরদের অভিভাবক তাদের সন্তানদের সংশোধন করার নির্দেশ প্রধান করেন। আবার ঘটনার পুনার্বৃতি হলে কঠিন বিচারের হবে বলে সবাইকে জানান।
ঘটনার নায়ক সাঈদ কে তার পিতা ত্যাজ্য পুত্র করে বলে সভায় জানান। তার দায় সে কখনও নিবেন না। সভায় নাম প্রকাশের অনিচ্ছুক ব্যক্তি বলেন সাঈদ না বালক হয়ে বিবাহ করেছে। টাকা অভাবে বিভিন্ন অপকর্ম করে এবং অন্যান্য কিশোররা ধুমপান ও নেশা করে। টাকার অভাবে চুরি করছে।
এছাড়াও উপস্হিত ছিলেন চান মেম্বার, নজরুল ও হোসেন মাস্টার, কবির ডিলার, ক্যাশিয়ার মজিবুর রহমান মজনু, সহ সভাপতি শাহ জাহান, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ আব্দুল জলীল সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও হাটের দোকানদার ব্যবসায়ী।