sliderঅপরাধশিরোনাম

ঘুষের দায়ে চীনের সাবেক কমিউনিস্ট কর্মকর্তার যাবজ্জীবন

চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের সাবেক এক কর্মকর্তাকে ঘুষ নেয়ার দায়ে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতি বিরোধী অভিযানের সর্বশেষ শিকার সাবেক এই কর্মকর্তা। খবর এএফপি’র।
তিয়ানজিনের ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপল’স কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক পলিটব্যুরোর সদস্য ও দলটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মেগা-সিটি চোংকিং শাখার প্রধান সান ঝেংকাইয়ের বিরুদ্ধে ১৭ কোটি ইউয়ান ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
৫৪ বছর বয়সী সান একবার বিশিষ্ট সাত সদস্যের পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন। প্রেসিডেন্ট শি’র সভাপতিত্বে এই পলিটব্যুরো দেশ পরিচালনা করে। পলিটব্যুরোর সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে এক সময় সানকে শি এর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হতো।
এর আগে মামলার বিবরণীতে বলা হয়েছিল, সানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অন্যকে অবৈধ মুনাফা করিয়ে দেয়ার বিনিময়ে মোটা টাকার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তিনি ও তার সহকারীরা অজ্ঞাত সংস্থা ও ব্যক্তিদের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে ঘুষ নিয়েছেন বলে স্বীকার করেছেন। এএফপি।

Related Articles

Leave a Reply

Back to top button