
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে দেড় বছর বয়সী শিশু কন্যা মাইশা আক্তারকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা মর্জিনা বেগম। হঠাৎ ঘুম থেকে উঠে কাছে না পেয়ে শিশু কন্যাকে খুজতে বের হন মা। খুজতে খুজতে দেখেন ঘরের পাশের ডোবার পানিতে ভাসছে শিশুটির লাশ। এ অবস্থায় স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে রাজাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অনেক আগেই শিশুটি মারা গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। একই সাথে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও মেয়ে। মা গভীর ঘুমে থাকলেও শিশু কন্যা ঘুম থেকে জেগে হাটতে হাটতে গিয়ে ঘরের পাশের ডোবার পানিতে পরে মৃত্যু বরণ কওে সন্তান। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায়
হৃদয়বিদারক ও মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের কুমারবাড়ি এলাকার খলিফাবাড়িতে। নিহত কন্যা শিশু মাইশা ওই এলাকার শাহ আলমের মেয়ে। শিশুটির পিতা ঢাকায় একটি কোম্পানীতে চাকুরিরত আছেন।
নিহত শিশুটির চাচা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহিদুল ইসলাম জানান, মা ও মেয়ে একই সাথে ঘুমে ছিলেন। শিশুটি সজাগ হয়ে মোবাইল ধরলে মা তাকে বারন করে ঘুমতে বলে নিজেও ঘুমিয়ে পড়েন। কিন্তু মা ঘুমিয়ে গেলেও শিশুটি না ঘুমিয়ে ঘরের পাশের ডোবায় পরে মৃত্যুবরন করে ভেসে উঠে। হঠাৎ শিশুটির মা সজাগ হয়ে তাকে কাছে না পেয়ে দিগি¦দিক খোজাখুজির একপর্যায়ে ঘরের পাশে তাকে ভাসতে দেখে চিৎকার শুরু করে এবং স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানায় অনেক আগেই মারা গেছে শিশুটি। শিশুটির মৃত্যুতে মা পাগল প্রায়।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। অবুঝ শিশুটির জন্য সকলের কাছে দোয়াও কামনা করেন জাহিদ। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। সকল অভিভাবকদের শিশুদের প্রতি আরও সচেতন হতে হবে।