এইচ.কে রফিক উদ্দিন,উখিয়া উপজেলা প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১টি অটোরিকশা জব্দ ও দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার(২৭ মার্চ)সন্ধ্যায় পুলিশ পরিদর্শক সোহাগ রানা ইনচার্জ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের নেতৃত্বে এস আই মোঃ বাবুল ও এস আই মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ারের সামনে ইয়াহিয়া গার্ডেন’র প্রবেশমুখে সড়কের উপরে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি (যাহার রেজিঃ নং কক্সবাজার থ ১১-৪১১৮) তল্লাশি করে সিএনজির ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রায় ৮০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই সময় সিএনজির ড্রাইভার কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (৩২) বাহারছড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে নুরুল হুদা(৩৬) উভয় থানা টেকনাফ,জেলা কক্সবাজারকে সিএনজি সহ আটক করা হয়।
এদিকে,নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্টু সাহা বলেন,তাদের বিরুদ্ধে মাদক আইন ধারা মতে মামলা রুজু করা হয়েছে।