সোহেল রানা, মানিকগঞ্জ : চব্বিশ ঘন্টার আলটিমেটাম জানিয়ে সকল অনিয়ম দূর্ণীতি দূর করতে ৫০ শয্যা বিশিষ্ট ঘিওর উপজেলা হালপাতাল কর্তৃপক্ষের নিকট আজ শনিবার দুপুরে লিখিত ১১ দফা পেশ করেছে মানিকগঞ্জের ঘিওর থানা ও ঘিওর সরকারি কলেজ শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ভূক্তভোগী ও সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে দেশকে নতুন করে সাজাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সাড়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার সি সেকশনের কার্যক্রম। এছাড়া আড়াই বছর ধরে আল্ট্রা করার যন্ত্রপাতিতে ধরেছে জং। গাইনী বিভাগের কনসালটেন্ট ডাক্তার সহ অন্যান্য ডাক্তারদের অনিয়মিত উপস্থিতিসহ সব মিলিয়ে নানা সমস্যায় জর্জরিত মানিকগঞ্জের ঘিওর হাসপাতাল। স্বাস্থ্য সেবা তেমন নাই বললেই চলে।
এদিকে রোগীদের সাথে নার্সদের বিরুদ্ধে রয়েছে খারাপ আচরনের অভিযোগও। রোগীদের খাবারের মান নি¤œমানের এবং চিকিৎসা ও ঔষধ সরবরাহ পেতে হতে হয় হয়রানির শিকার। হাসপাতালের এক্স-রে সহ সব ধরনের যন্ত্রপাতি থাকা সত্বেও পরীক্ষা নিরিক্ষার জন্য যথারীতি বাধ্য হয়েই রোগীদের যেতে হয় বাইরের ক্লিনিকে। দামীদামী এসি ডাক্তারদের রুমে ব্যবহার করা হলেও রোগীদের জন্য এসি অচল থাকার অভিযোগসহ যন্ত্রপাতি ও কোটি টাকা ব্যায়ে নির্মিত এই হাসপাতালের পর্যাপ্ত কক্ষ ব্যবস্থা থাকলেও তার যথাযথ ব্যবহার ব্যবস্থা না থাকায় অকেজো অবস্থায় বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে চব্বিশ ঘন্টার মধ্যে সকল অনিয়ম দূর করে নতুন করে সবকিছু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়হান হাসান, তানভীর সিদ্দিকী ও তানভীর আহমেদ শোভন স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিব আহসানের হাতে তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা।