ঘিওর বিএনপি সভাপতি মীর্জা আঃ বারেকের ইন্তেকাল
ঘিওর (মানিকগঞ্জ)সংবাদদাতাঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এবং সদর ইউনিয়ন সভাপতি মীর্জা আঃ বারেক ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে …….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে নিজ বাসভবনে বার্দ্ধক্যজনিত কারনে তিনি মারা যান। মুত্যুকালে তিনি স্ত্রী ও ৯ ছেলে রেখে গেছেন। মীর্জা আঃ বারেক বিএনপি’র মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের ঘনিষ্টজন হিসেবে রাজনীতিতে সক্রীয়ভাবে কাজ করেছেন।
এদিকে মীর্জা আঃ বারেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু, জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোকছেদুর রহমান, সহ সভাপতি এ্যাডভোকেট খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোজাম্মেল হক তোজা, উপজেলা চেয়ারম্যান খোন্দকার লিয়াতক হোসেন, ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: আবু কাউছার রেজা, যুবদল নেতা এ্যাড: আব্দুল আলীম খাঁন মনোয়ার, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খন্দকার মুজাহিদুল ইসলাম তুহিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বাদ জোহর নামাযে জানাযা শেষে নিজ বাসভবনে তাকে দাফন করা হয়।