
সোহেল রানা খন্দকার, ঘিওর: মানিকগঞ্জ জেলাধীন ঘিওর উপজেলার প্রাচীন ও ঐতিয্যবাহী স্বনামধন্য বিদ্যাপিঠ ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেসে উপস্থিত ছিলেন পদাধিকার বলে বিদালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক জানে আলম ও নাজমুল হক প্রমুখ। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর্জা সোহেল জামান ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মসূচী আরম্ভ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছয়জন ছাত্রী। জাতীয় সংগীতে বাদ্যযন্ত্র ও সুরতালে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক পিযুষ দত্ত, মোঃ রাকিবুল ইসলাম ও ক্রীড়া সংস্থার প্রশিক্ষক মীর্জা মানোয়ার হোসেন মানু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন, মোঃ মফিজুল ইসলাম, শিক্ষিকা বিউটি আক্তার, কিারিগরি শাখার প্রধান মোঃ মোশাররফ হোসেন ও প্রমুখ। পরে প্রধান অতিথি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।