slider
ঘিওর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নবাগত জেলা প্রশাসকের পরিদর্শন

ঘিওর মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধাদে কবরস্থানের স্থায়ী বন্দোবস্তের জন্য মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন জেলা প্রশাসক রেহেনা আক্তার ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান পরিদর্শন করেন তিনি । এর আগে তিনি ঘিওর উপ-স্বাস্থ্য কেন্দ্রও পরিদর্শন করেন ।
এ সময় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ঘিওর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ, ডেপুটি কমান্ডার কে,এম সিদ্দিক আলীসহ মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
এরপর নবাগত জেলা প্রশাসক রেহেনা আক্তার শহীদ কবরস্থান সংস্কার ও সৌন্দর্য বর্ধনের বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ।