sliderস্থানীয়

ঘিওরে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সোহেল রানা, ঘিওর, মানিকগঞ্জ : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ (১৪ই মে) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

ঘিওর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত এ কর্মশালায় জেলা প্রশাসক রেহেনা আকতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা প্রমুখ । এ সময় মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) মাহফুজা নাজনীন, ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন । এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোসাম্মৎ ফেরদৌসী বেগম, উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরান হোসেন সহ উপজেলা প্রশাসনের ও থানা পুলিশের অফিসার ও আনসার ভিডিপি গ্রামপুলিশ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল হোসাইন ।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ তরিকুল ইসলাম আগামী ২১ মে তারিখে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের কি কি করনীয় দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেন ।

জেলা প্রশাসক রেহেনা আকতার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপহার দিয়েছি এবং আগামী ২১ মে তারিখে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে উপহার দিতে চাই । তাই কর্মশালায় উপস্থিত উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণদেরকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসারের দিকনির্দেশনা অনুযায়ী তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের পরামর্শ প্রদান করেন । এছাড়াও নিজেদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং প্রার্থীগণ যাতে আচরণবিধি লংঘন করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করেন । উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরিশেষে মুলতবি ঘোষণার আগে উক্ত কর্মশালা অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ এবং প্রার্থী ও ভোটারগণের সমন্বিত সহযোগিতা কামনা করেন ।

Related Articles

Leave a Reply

Back to top button