sliderস্থানীয়

ঘিওরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি

আব্দুর রাজ্জাক, ঘিওর মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এসডিআইয়ের ব্যবস্থাপনায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ বৃত্তি প্রদান করা হয়।

এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এসআর আনসারী বিল্টু, এসডিআই সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শহীদউল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজে অধ্যায়নরত দরিদ্র, এতিম, প্রতিবন্ধী প্রতি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৪ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button