
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সকালে এ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মোহছেন উদ্দিনসহ উপজেলার রাজস্ব বিভাগের বিভিন্ন স্তরের দায়ীত্বশীল কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সম্মেলনে ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারী মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত এবং করণীয় বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।