
সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে নূরজাহান বেগম(৬২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত নূরজাহান বেগম ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শাইলকাই বাজার সংলগ্ম এলাকার আইয়ূব খানের স্ত্রী। এ বিষয়ে মৃত নুরজাহান বেগমের ছোট ছেলে মোঃ সাদ্দাম খান বাদী হয়ে ঘিওর থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করে।
এজাহার সূত্রে ও নিহত নুরজাহান বেগমের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, ১নং বিবাদী ঘিওর থানার পয়লা ইউনিয়নের বাইলজুরী চকপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম(৪০) এই মামলার বাদী সাদ্দামের চাচাতো ভাই মোবারক মেম্বারের নিকট হইতে জমি সনকরালী নিয়ে ভূট্টা আবাদ করতো। বিবাদীর পাশেই বাদীর পিতার আবাদী ভূট্টা ক্ষেত আছে। গত ৭/৪/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল বেলা ভূট্টা আনার জন্য ট্রাক্টর নিয়ে বাদী জমিতে যায়। এতে বিবাদী নজরুলের ক্ষেতের ৫/৬টি ভূট্টা গাছ নষ্ট হয়। বিকেল অনুমান সাড়ে পাঁচটার দিকে সেই নষ্ট হয়ে যাওয়া ভূট্টা ফসলের জের ধরে ১নং বিবাদী মোঃ নুজরুল ইসলাম ওরফে মনির(৪০) ও তার স্ত্রী আসমা বেগম(৩০) সহ একই গ্রামের সামাদ(৩৫), পিতাঃ আজিজুল, শিমুল(২৪), পিতাঃ সালাম, সালাম(৪৫), পিতাঃ অজ্ঞাত, জলিল(৪৪), পিতাঃ আজিমুদ্দিন, ঝিলি(৩৫), পিতাঃ শাসছু, পলাশ(২৮), পিতাঃ মোজাফফর, কামরুল(২০), পিতাঃ জলিল সহ আরো অজ্ঞাতনামা ৮/৯ জন লোক বাদী সাদ্দামকে সহ তার বাবা-মা, চাচী সহ কয়েকজনকে ভুট্টা ক্ষেতে মারপিট করে আহত করে। বাদী সাদ্দামের বাবা আইয়ুব খান ও তার মা নূরজাহানকে গুরুতর আহত অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর ০৯/০৪/২০২২ তারিখ শনিবার ভোর বেলা অনুমান ৫:৪০ মিনিটে নূরজাহান বেগম মারা যায়। বিবাদীদের নির্মম আঘাতের কারণেই নুরজাহান বেগমের মৃত্যু ঘটেছে এমন বিচারের দাবীতে বাদী সাদ্দাম ঘিওর থানায় মামলা করে। অভিযোগের প্রেক্ষিতে বিবাদী মোঃ নজরুল ইসলামকে পুলিশ প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তার স্ত্রী আসমা আক্তারকে পুলিশ আটক করেছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। তিনি আরো জানিয়েছেন, অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। আটককৃত আসামীদ্বয়কে আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।