sliderস্থানীয়

ঘিওরে বিএনপি নেতাকে বহিষ্কার ঘোষণা

মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা বিএনপি থেকে অ্যাড.আব্দুল আলীম খান মনোয়ারকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। অ্যাড. আব্দুল আলীম খান মনোয়ার জেলা বিএনপি’র ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এবং ঘিওর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি পদে ছিলেন।

১৯৯৬ সালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ থেকে ঘিওর উপজেলা বিএনপিতে যোগদান করেছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্টের পর বিএনপি আবার চাঙ্গা হতে শুরু করলে উপজেলা বটতলা এলাকায় তার নেতৃত্বে বিএনপি পরিচয়ধারী একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার অভিযোগ ওঠে। যার ফলশ্রুতিতে এই চক্রটি ছাত্র সমন্বয়ক ও বিএনপি দলীয় পরিচয়ে বেসামাল হয়ে উঠতে থাকে এবং এলাকায় ত্রাস ও আধিপত্যের সম্প্রাজ্য গড়ে তুলতে মরিয়া হয়ে উঠে।

২০২৪ সালের ৯ ডিসেম্বর উপজেলা সদর হাসপালের ভিতরে এই চক্রের সদস্যরা লাভলু আহমেদ নামের একজনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে। নিহত লাভলু আহমেদ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কুস্তা গ্রামের সন্তান এবং দীর্ঘ প্রায় দুই যুগ ধরে কুয়েতে প্রবাসে জীবন কাটিয়ে দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বহুল আলোচিত এই হত্যাকন্ডে মনোয়ারকে ১নং আসামী করে ২০ জন সহ আরো অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে একটি হত্যা মামলা হয়। হত্যাকান্ডের পর কুস্তা গ্রামবাসীসহ উপজেলার আপামর জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়ে এবং পরবর্তীতে একত্রিত হয়ে এই হত্যাকন্ডের প্রতিবাদে প্রতিরোধ ও সংঘবদ্ধ হয়ে উঠেছে।

লাভলু হত্যার ঘটনার পর ঘিওর উপজেলায় নাগরিক রক্ষা কমিটি নামে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। আসামীদের ফাঁসির দাবীতে গত একমাসের অধিক সময় ধরে দফায় দফায় বিক্ষোভ ও মানবন্ধন চলমান রয়েছে।

এরই ধারাবাহিকাতায় শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যার দিকে হতাশাগ্রস্থ হয়ে ভেঙ্গে পড়া পরিবারকে দেখতে কুস্তা গ্রামের নিহত লাভলুর বাড়িতে যান জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ.এফ.এম নুরতাজ আলম বাহার, উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা নাগরিক রক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি’র নেতৃবৃন্দ।

এ সময় হাজারো মানুষের ঢলে সরোবর হয়ে উঠে নিহত লাভলুর বাড়ির আঙ্গিনা। মা, ভাই-বোন সহ শোকাসহ পরিবারের স্বজনদের খোঁজখবর শেষে বিক্ষুব্ধ জনগণের সামনে বক্তব্য প্রদান করেন আফরোজা খান রিতা। প্রধান অতিথির বক্তব্যে তিনি হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও অ্যাড.আব্দুল আলীম মনোয়ারকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দেন তিনি। যদি এই হত্যাকান্ডের সাথে বিএনপি দলীয় আরো কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও দল থেকে বহিষ্কার করার নির্দেশ দেন তিনি।

তদন্তপ্রাপ্ত ৪ জন ও এজাহারনামীয় ৩ জন সহ মোট ৭ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বর্তমানে মামলাটি অধিকতর পর্যবেক্ষণের স্বার্থে ডিবি পুলিশ তদন্ত করছেন বলেও জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button