sliderস্থানীয়

ঘিওরে বাড়ি থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী গ্রামে সুমাইয়া আক্তার (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে বাড়ি থেকে ঘিওর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষিকা ও উপজেলার ঠাকুরকান্দি গ্রামের পোলট্রি ফিড ব্যবসায়ী মোস্তাক আহমেদের স্ত্রী।

নিহত সুরাইয়ার স্বামী মোস্তাক আহমেদ বলেন, রাতে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করি। পরে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের বাথরুমের সামনে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখি। প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে আসি। এরপর পুলিশ আসে।

নিহতের দেবর খন্দকার লাল মাহমুদ বলেন, ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর নিহতের লাশ দাফন করা হবে। তবে একটু সময় লাগবে। এ ঘটনায় মামলা করা হবে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত নয়টার দিকে গৃহবধু সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গলায় জখমের চিহ্ন রয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনায় নিহতের স্বামী মোস্তাক আহমেদ ও প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button