sliderস্থানীয়

ঘিওরে বাসচাপায় নববধূ নিহত, স্বামী আহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা ব্রিজের কাছে বাসের চাপায় প্রিয়া বেগম (১৯) নামে এক নববধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী রনি। বুধবার দুপুর পৌনে ৩টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইয়ামিন উদ দৌলা জানান, এক সপ্তাহ আগে উপজেলার পুটিয়াজানি এলাকার ঈমান আলী মোল্লার ছেলে রনির সঙ্গে প্রিয়ার বিয়ে হয়। দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন তারা। পথে তরা ব্রিজের কাছে এলে বরিশালগামী শামিম পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রিয়া। এসময় রনি গুরুতর আহত হন। এ অবস্থায় রনিকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ প্রিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button