সোহেল রানা, ঘিওর: মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসেনের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা রমজান আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২ অক্টোবর) দুপুরে মানববন্ধন করে তারা। পরে এ বিষয়ে ৫৮ শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদনপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দেয় তারা। অর্থ আত্মসাৎ ও শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে জুতা পেটাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ব্যানার ফেসটুন হাতে শ্লোগানে শ্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।