slider
ঘিওরে প্রতিবন্ধীদের গাছের চারা বিতরণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিয়াজানীতে প্রতিবন্ধীদের শিক্ষালয় অমরজ্যোতি বিশেষ স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে এ চারা বিতরন করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জিয়াউল হক জিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ডিআরআরএ’র প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান, অমরজ্যোতি বিশেষ স্কুলের শিক্ষক রোখসানা আক্তার, জায়েদা খাতুন, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া প্রমুখ।
পরে বিদ্যালয় আঙিনায় গাছের চারা রোপন করা হয়।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল হক জিয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশকে সবুজায়ন করে গড়ে তোলার লক্ষে উপজেলার সবকটি মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন সামাজিক সংগঠনে ২০ হাজার চারা বিতরন করা হচ্ছে।