
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় অস্বচ্ছল দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে পবিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র সরকার, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান সুমন, ফাউন্ডেশন চেয়ারম্যানের মা আমোদিনী সরকার, সাংবাদিক রিপন আনসারী।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান সুমন বলেন মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত ও অস্বচ্ছল শীতার্তদের মাঝে কম্বল বিতরন ছাড়াও রাতে রাস্তায় ঘুরে ঘুরে ভবঘুরে, ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের শীতবস্ত্র বিতরন কার্য্যক্রম অব্যাহত রয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান পবিত্র সরকার বলেন এ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই হলো আর্তমানবতার সেবা। বঞ্চিত ও অবহেলিতদের পাশে দাঁড়ানো।
তিনি আরো বলেন সামর্থ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে একটু সহায়তার হাত বাড়ালে সমাজের প্রকৃত অবহেলিতরা উপকৃত হবেন।