sliderস্থানীয়

ঘিওরে নব-নির্বাচিত ইউ.পি সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলা মিলনায়তনে গতকাল বিকেলে নব-নির্বাচিত ইউ.পি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন। বক্তব্য রাখেন, ঘিওর ইউ.পি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বিএসসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজর আলী, জ্যোৎন্সা শিকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ আশরাফউজ্জমান, অফিসার ইনজার্চ মোহাম্মদ মিজানুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ শরফ উদ্দিন, আনছার ভিডিপি কর্মকর্তা মোঃ হামিদুর রহমান বাকাউল সহ নব-নির্বাচিত ৭টি ইউ.পি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ইউ.পি সদস্যদের লাল গোলাপ ও রজনীগন্ধা স্টিকার দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন ৭টি ইউনিয়নের মোট ৮৪ জন ইউ.পি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

Related Articles

Leave a Reply

Back to top button