
নিজস্ব প্রতিিনিধ, মানিকগঞ্জ: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ ও সম্পৃক্ত করণের বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল সোমবার ঘিওর উপজেলা মিলনায়তনে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ মুসা তালুকদারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন, জেলা সহকারী তথ্য অফিসার আব্দুর রাজ্জাক, অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম, ঘিওর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক ( দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক- রামপ্রসাদ সরকার দীপু(দৈনিক সংবাদ ও মনিকগঞ্জের কাগজ), আব্দুর রাজ্জাক (দৈনিক নয়া দিগন্ত), মোঃ শফি আলম (দৈনিক ইত্তেফাক ও আমার নিউজ), সোহেল রানা গিনি (সংবাদ প্রতিদিন ও সব খবর), মোঃ রফিকুল ইসলাম মৃধা (বজ্রশক্তি), মোঃ সিদ্দিকুর রহমান(দৈনিক আমার সংবাদ) প্রমুখ। বক্তারা বলেন,বর্তমান সরকার একটি সুখি ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল সেক্টরের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
সরকার ইতোমধ্যে প্রায় সকল সেক্টরে ব্যাপক সাফল্য অর্জন করেছে।সরকারের এ অর্জিত সাফল্য বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি,বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, মৎস্য,প্রানিসম্পদ, যুব উন্নয়ন, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ইত্যাদি বিষয়ে দেশব্যাপী জনগণকে অবহিতকরণ ও তাদেরকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার তথ্য মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে সারাদেশে একযোগে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।