sliderস্থানীয়

ঘিওরে ঝুকিপূর্ন ব্রিজ নিমার্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ছোট বৈন্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝুকিপূর্ণ ব্রিজ নিমার্নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাথমিক বিদ্যালয় ও বৈন্যা রহিজ মোল­া উচ্চ বিদ্যালয়ের ৬শতাধিক ছাত্র ছাত্রী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী বলেন,বিভিন্ন সময় ব্রিজটি নিমার্নের দাবি জানানো হয়েছে, কিন্তু তা এখনও নিমার্ন হয় নি । তারা আরও জানায় গত ১৯মার্চ দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আয়শা সুলতানা নামের এক শিক্ষার্থী ওই ঝুকি পূর্ন ব্রিজ থেকে পড়ে আহত হয়েছে, পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে সে, তার অবস্থা আশংষ্কা জনক বলেনও জানান তারা।
তাই অবিলম্বে এই মরন ঘাতক ব্রিজ পূর্ণ নিমার্নের দাবি জানায় তারা।

Related Articles

Leave a Reply

Back to top button