নিজস্ব প্রতনিধি, মানিকগঞ্জ : সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে ঘিওর উপজেলায় পালিত হয়েছে ৪৫ তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি সুমনা আল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফিরোজুল আলম, শুভেচ্ছা মাল্টিপারপাসের সভাপতি আব্দুল হাই, ঘিওর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু প্রমুখ।