sliderস্থানীয়

ঘিওরে চেয়ারম্যান জনি-কে শিক্ষক সমিতির সংবর্ধনা

সোহেল রানা, ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি এ দুই সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি-কে গলায় ফুলের মালা দিয়ে বরণ এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে ।

ডাঃ আব্দুর রহিম খান মহিলা কলেজ ক্যাম্পাসে (৮ জুন) শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয় । একইসাথে উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আঃ আলীম ও মহিলা ভাইস চেয়ারম্যান তাঞ্জিয়া খন্দকারের গলায় ফুলের মালা দিয়ে বরণ এবং তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয় ।

উপজেলা শাখা শিক্ষক সমিতির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (হাবিব) । অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে থেকে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক সুনিল কুমার চাকী । আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ সোহেল রানা, মুক্তিযোদ্ধা ও শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ । নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে স্বরচিত কবিতা পাঠ করে শোনান শিক্ষক কবি আব্দুল মুন্নাফ মিয়া । এ সময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Back to top button