মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি: গতকাল মঙ্গলবার ৬ষ্ঠ ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচনী-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে ।
শালিক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান (জনি) ২১ হাজার ৮০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । চেয়ারম্যান পদে মোট ৯ (নয়) জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হামিদুর রহমান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮শ ৯৬ ভোট ।
ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল আলীম তালা প্রতীকে ১৮ হাজার ২শ ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন কুমার আইচ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৯ ভোট ।
এদিকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের চেয়ে সবচাইতে বেশি ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাঞ্জিয়া খন্দকার । হাঁস প্রতীক নিয়ে তিনি ৩১ হাজার ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সালমা সিদ্দিকী কলস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮শ ৬৩ ভোট । গত ৫ম ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে তাঞ্জিয়া খন্দকার মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন । এবার ৬ষ্ঠ ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নব-নির্বাচিত মহিলা ভাইস-চেয়ারম্যান হিসাবে নব-নির্বাচিত চেয়ারম্যানের চেয়ে ৯ হাজার ২শ ২২ ভোট বেশি পেয়েছেন ।