slider
ঘিওরে গ্রাম পুলিশের প্রশিক্ষণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গ্রাম পুলিশের দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৭ ইউনিয়নের গ্রাম পুলিশ অংশ নেন।
প্রশিক্ষণ কোর্সের সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন, এনআইএলজি উপপরিচালক ড. খ ম কবিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মোহছেন উদ্দিন, ঘিওর থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: এমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম।