
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘিওর সদরে অবস্থিত সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন ঘিওর সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি একরামুল ইসলাম খবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল। এসময় আরো উপস্থিত ছিলেন ঘিওর বাজার বণিক সমিতির সহ সভাপতি মো: এ কে ছারোয়ার কিরণ খান, ডা: আব্দুর রহিম খান মহিলা কলেজের প্রভাষক একে আল
মুজাহিদ ও মাদ্রাসার অধ্যক্ষ মো: ইউনুচ মিয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বিত করণীয় বিষয় নিয়ে আলোচনা সভা হয়।