ঘিওরে এসএসসি ২০০২ ব্যাচের নৌকা বিলাসে নদী সুরক্ষার ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :”নদীতে প্লাস্টিক বর্জ্য না ফেলি,জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঐতিহ্যেরো বিদ্যাপীঠ বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (এসএসসি ২০০২ ব্যাচ) এর আয়োজনে আজ সকালে পেঁচারকান্দা কালিগঙ্গা নদীর ঘাট থেকে শুরু করে যমুনার চর দিয়ে নানামুখী প্রাকৃতিক দৃশ্য অবলোকন কর্মসূচী করা হয়।
নৌকা বিলাসে টিম লিডার মো. ইব্রাহিম আল মামুন এর নির্দেশনয় ও যুগ্ম টিম লিডার মো.নাজিরুল ইসলাম ও তানসেন হোসেন খান ছোটনের পরিচালনায় আপ্যায়ন ব্যাবস্থাপনায় মো.আজাদ হোসেন, মো. মুরাদ মিয়া, পারভিন আক্তার। টিশার্ট,সাউন্ড ও সাংস্কৃতিক ব্যবস্থাপনায় মো.নায়েব আলী, রনজু আক্তার, মো.বাবুল মিয়া,উত্তম পাল,পলাশ চন্দ্র শর্মা, নৌকা ও রান্না ব্যাবস্থাপনায় মো.মুন্নাফ মিয়া,গুলমান সেলিম, তালেবুর রহমান, মো.হানিফ মিয়া, মো.নজরুল ইসলাম,দেওয়ান মো.রাজা মিয়া,জ্যোতি মিয়াসহ সকলেই নিষ্ঠার সহিত যথাযথভাবে স্ব স্ব দায়িত্ব পালন করেন।
আনন্দ অভিযানের অন্যতম আকর্ষণ ছিল যমুনা চরে প্রান্তিক মানুষের জীবন যাপন অনুধাবন করা। নৌকা বিলাসের সকলেই পরিবেশবান্ধব বলেই চরে নিজেরাই রান্নার আয়োজন করে এবং প্লাস্টিক বর্জন করে স্থানীয় পদ্ধতিতে খাবার গ্রহণ করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাই নদীতে প্লাস্টিক বর্জ্য না ফেলার প্রত্যয় করেন।