ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশনার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঘিওর উপজেলা পরিষদের হল রুমে কেক কেটে আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় ইত্তেফাকের ঘিওর প্রতিনিধি মোঃ শফি আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জে.পি’র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু । বিশেষ অতিথি ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ইত্তেফাক ও বিটিভি’র জেলা প্রতিনিধি একে আজাদ, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, ঘিওর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সম্পাদক রাম প্রসাদ প্রমুখ।