sliderস্থানীয়

ঘিওরে অচাষকৃত উদ্ভিদের মেলা আয়োজন

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : ঘিওরে অচাষকৃত উদ্ভিদের মেলা আয়োজন ১৮ নভেম্বর ২৩ তারিখে। বারসিকের আয়োজনে ঘিওর উপজেলার বানিয়াজুরী দূর্গা রানী রাজবংশীর বাড়িতে গ্রামীন নারীদের নিয়ে অচাষকৃত উদ্ভিদের মেলা অনুষ্ঠিত হয়। বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকারের অচাষকৃত উদ্ভিদের মেলার ধারণাপত্র পাঠ করে অনুষ্ঠান সঞ্চালনায় করেন এতে সভাপতিত্ব করেন লক্ষী রানী দাস (৮৫) এতে ৩৮ ধরনের অচাষকৃত উদ্ভিদের নাম পাওয়া যায়। যেগুলো নারীরা তাদের পরিবারে খেয়ে পুষ্টির চাহিদা পুরন করেন। ২৫ জন নারী মেলায় অংশগ্রহণ করেন। বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায় বক্তব্য রাখেন। আপনজালা উদ্ভিদ খাওয়ার কারনে গ্রামের মানুষের অসুস্থ কম হয়। আরো বক্তব্য রাখেন সৈয়দ আল আজাদ ও শ্যাময়েল হাসদা। নারীদের মধ্যে দূর্গা রাজবংশী, আলো রাজবংশী, মালতী রাজবংশী,শিল্পী কর্মকার, টুলু কর্মকার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button