
পতাকা ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরের শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. শামসুল হক (৭০) আর নেই। তিনি বৃহস্পতিবার দিনগত রাত ১.০০ টার দিকে সিংজুরী গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তিনি বেশকিছু দিন ধরে কিডনি ও রক্তের উচ্চচাপ জনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকাল ১১.০০টায় দেওভোগ ঈদগাহ মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্তানে তার দাফন সম্পন্ন হয়। মরহুমের একমাত্র পুত্র আবদুল্লাহ আল মামুন জানাজা নামাজের ইমামতি করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্র, তিনকণ্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। শামসুল হক সিংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন অবসরে যান। এলাকায় অভিনেতা এবং নাট্য নির্দেশক হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। প্রখর রৌদ্র উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে। স্থানীয় সংসদ সদস্য এস এম জাহিদ শিক্ষক শামসুল হকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাজায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মাস্টার শুকুর আলী, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ঔষধ প্রশাসনের ডেপুটি চিফ (ল্যাব) ডা. হারুনর রশীদ, সরকারি দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম, লেখক ও সাংবাদিক আবদুর রহমান মল্লিক, মরহুমের জামাতা যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।