sliderস্থানীয়

ঘিওরের বীর সিংজুরী গ্রামে মারামারির ঘটনায় আহত ১২, আটক ১

সোহেল রানা,ঘিওর প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকার বীর সিংজুরী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ আহত হয়েছে । আহতরা ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । এ বিষয়ে থানায় উভয় পক্ষের মামলা হয়েছে ।

বিরোধীয় উক্ত জমির ক্রেতা ঘিওর থানা এলাকার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৪০) বাদী হয়ে এ বিষয়ে থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন । দায়েরকৃত এজাহারভুক্ত বিবাদীরা হলেন-১। মনিরুল ইসলাম (৩২), ২। রাজা মিয়া (৩৫), ৩। রশীদ মিয়া (৪০), ৪। আব্দুল মজিদ (৪৫), ৫। বাদশা (২৮), ৬। বিলকিছ (৪০), ৭। আছমা (৩০), সর্ব পিতা- কাঙ্গালী, ৮। ফারুক (২২), পিতা- আব্দুল মজিদ, ৯। রনি (২০), পিতা-রহমান, সর্ব সাং-বীর সিংজুরী, থানা-ঘিওর, জেলা- মানিকগঞ্জ ।

এই মামলার বাদী মোঃ দেলোয়ার হোসেন একজন কৃষক । তার বসত বাড়ীর দক্ষিণ পাশে বিবাদীদের পিতা কাঙ্গালীর নিকট থেকে ক্রয়কৃত ০৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল । উক্ত বিরোধীয় জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ২২/০৬/২০২৪ তারিখ শনিবার সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বাদী ও তার ছেলে নিকটস্থ সিংজুরী বাজারে গাভীর দুধ বিক্রি শেষে ছেলে মো: সিয়াম হোসেন(১৮)কে সাথে নিয়ে বাড়ীতে ফেরার সময় সিংজুরী বাজারের জনৈক আক্কাছ (৪৫) এর চায়ের দোকানের সামনে পৌছালে বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করত: মারপিট করতে গেলে উপস্থিত লোকজন উভয় পক্ষকে বাড়ীতে পাঠিয়ে দেয় । সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকার সময় বিবাদীদের বাড়ীর সামনে রাস্তায় পৌঁছালে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে পথরোধ করে মারপিট করে গুরুতর নীলাফুলা জখম করে বলে বাদী এজাহারে উল্লেখ করে এ মামলা দায়ের করেছেন ।

এই মামলার বাদী কৃষক মোঃ দেলোয়ার হোসেন আরো জানান, মারামারির ঘটনাটি সেনা সদস্য মনিরের নেতৃত্বে ঘটেছে । এই মামলার ১নং বিবাদী মোঃ মনিরুল ইসলাম(৩২) একজন সেনা সদস্য হিসেবে চাকরি করার সুবাদে বিভিন্ন সময়ে ছুটিতে বাড়ি ফিরে এসে ধরাকে সরা জ্ঞান করে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে আসছিল বলেও জানান তিনি । তিনি আরো জানিয়েছেন, মনিরে দাপটের কাছে তারা অসহায় ।

এদিকে আরেক পক্ষ উক্ত জমি বিক্রেতা মোঃ কাঙ্গালী এর ছেলে মো: রাজা মিয়া (৪১) উল্টো বাদী হয়ে ১। দেলোয়ার হোসেন (৪০), ২। শামীম(৩৮), উভয় পিতা- জসিম উদ্দিন, ৩। সিয়াম (২০), পিতা- দেলোয়ার হোসেন, ৪। জসিম উদ্দিন (৫৫), পিতা-মৃত কাছিম উদ্দিন, ৫। অঞ্জনা (৩৫), ‘স্বামী- দেলোয়ার হোসেন, ৬। শাহিদা (৩২), স্বামী- শামীম, সর্ব সাং-বীর সিংজুরী, ৭) জাহিদ (২৫), পিতা- ছোরহাব, সাং-গোলাপনগর, সর্ব থানা-ঘিওর,জেলা- মানিকগঞ্জ গণদের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা দায়ের করেছেন ।

ঘিওরের বীর সিংজুরী গ্রামে মারামারির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছেন ‌বলে নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস । মামলার প্রেক্ষিতে রনি নামের একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।

Related Articles

Leave a Reply

Back to top button