sliderস্থানীয়

ঘাগড়া স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

খায়রুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সাবেক সফল দুই বারের চেয়ারম্যান ও ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার সাজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত ঘাগড়া ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ কালে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় ও ঘাগড়া ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় ঘাগড়া ইউনিয়নের আওয়ামী নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘাগড়া ইউনিয়নকে একটি সফল ইউনিয়নের রূপান্তরিত করার জন্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার সাজু বলেন দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সকলের হাতকে একত্রিত করে একটি শক্তিশালী হাতে রূপান্তরিত করে ঘাগড়া ইউনিয়নের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, শিক্ষা ও আইন শৃঙ্খলার ভাবমূর্তি ফিরি আনা সম্ভব। নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে প্রতিটি ওয়ার্ড, পাড়া, মহল্লার উন্নয়ন ও শিক্ষা শান্তি রক্ষার্থে আহ্বান জানান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান সরকার সাজু। সাধারণ মানুষের ভোগান্তি অশান্তি প্রতিনিয়ত মানুষদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে বেদনাদায়ক প্রশান্তির সৃষ্টি করে যাচ্ছে। এই কষ্ট দূর করতে হলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ঘাগড়া ইউনিয়নের প্রতিটি মানুষের একত্রিতভাবে নিরলস ভাবে কাজ করতে হবে। ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী আলহাজ্ব মোঃ শাজাহান সরকার সাজু।

Related Articles

Leave a Reply

Back to top button