sliderস্থানীয়

ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল কেন্দ্রীয় ছাত্রদল

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষীপুর সদরে বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ছাত্রদলের বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, স্যালাইন,পানি, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিলো।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যেগে বন্যার্ত নোয়াখালী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলার বন্যা দুর্গত এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এই ধারাবাহিকতা নোয়াখালীর সদর উপজেলার একাধিক ইউনিয়ন ও লক্ষীপুরের সদর উপজেলার বানভাসিদের ঘরে ঘরে ছাত্রদল নেতারা ত্রাণ পৌঁছে দেয়।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম,সহ-সভাপতি এবিএম ইজাজুল করিম রুয়েল, মনজুরুল ইসলাম রিয়াদ, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান, মওদুদ আহমেদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button