
নিজস্ব প্রতিনিধি: ফার্মগেট সংলগ্ন গ্রিন সুপার মার্কেটের পাশবর্তী আমবাগান বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে য়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার কন্ট্রোল রুম জানায়, আগুন নিয়ন্ত্রণের খবর পেয়েছি, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।