sliderস্থানীয়

গ্রাম আদালত সক্রিয়করণে প্রচারনায় কাকিনায় মাইকিং

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণে প্রচারনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে জনসচেতনতামুলক মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মাইকিং করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার নির্দেশনায় ও কাকিনা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এবং কালীগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর নাজনীন সুলতানার সহযোগিতায় গ্রাম আদালত জনসচেতনতামুলক এ মাইকিং করা হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আর্থিক ও কারিগরি সহযোগিতায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ, আদিতমারী, সদর, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় বাস্তবায়ন করছে। গ্রাম আদালত সক্রিয়করণে জনসচেতনতা সৃষ্টি লক্ষে প্রচারনা করা হয় বলে জানান কাকিনা ইউপির প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন আহমেদ শরিফ। বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

Related Articles

Leave a Reply

Back to top button