দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলার প্রান কেন্দ্র গৌরীপুর সিটি হসপিটাল (প্রা:)-এ সপ্তাহব্যাপি ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। বিশিষ্ট সমাজ সেবক দিঘির পাড়ের কৃতি সন্তান মরহুম মোহাম্মদ আবদুছ ছাত্তার ভূঁইয়া দরিদ্র কল্যাণ ফান্ড-এর অর্থায়নে ২৫ মে বুধবার সকাল থেকে ৩১ মে সারাদিন পর্যন্ত উপজেলার অন্যতম সেবা প্রদান প্রতিষ্ঠান গৌরীপুর সিটি হসপিটাল (প্রা:)-এর হলরুমে এই কার্যক্রম শুরু হয়। এই মানবিক কার্যক্রম উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান। অনুষ্ঠানে সিটি হসপিটালের স্বত্বাধিকারী মো. ওমর ফারুক পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাবেক ভিপি হাজ্বী আব্দুস সাত্তার, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, দাউদকান্দি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম ও তরুণ সমাজসেবী মোঃ আলমগীর হোসেন। উল্লেখ্য যে, মরহুম মোহাম্মদ আবদুছ ছাত্তার ভূঁইয়ার মৃত্যু দিবসকে ঘিরে গত ১২ বছর ধরে এই চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তাঁর পরিবার। এরই ধারাবাহিকতায় এ বছরও ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সপ্তাহব্যাপি ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা চালিয়ে যাবেন তারা। প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এই সেবা চলমান থাকবে বলে জানান, হসপিটাল কর্তৃপক্ষ।