slider
গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
সম্পন্ন হয়েছে । খেলায় গৌরীপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মহোদয় এর হাত থেকে প্রধান শিক্ষক মোঃ সামছুল আলমের নেতৃত্বে পুরস্কার গ্রহণ করছে প্রতিযোগীরা । এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাতুল আলম ও এসিল্যান্ড জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। স্মার্ট দাউদকান্দি উন্নত দাউদকান্দি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অতিথি বৃন্দ।