sliderস্থানীয়

গৌরীপুর এসএ হাইস্কুলের ৮০ বছর পূর্তি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৪ নভেম্বর শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এসএ হাইস্কুলের ৮০ বছর পূর্তি ও ৯ শিক্ষকের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে স্কুল মাঠে। স্কুলের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা সেতুর পিডি মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ সেলিম ও বিদায়ী শিক্ষকদের মধ্যে মোঃ ফজলুল হক পাটোয়ারী, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান (বিএসসি), আইয়ুব আলী, শাহআলম, ইসমাইল হোসেন, শহীদুল হক,মোঃ কাওছার ও আব্দুল মোতালেব। বিদায়ী তালিকার মরহুম মোহাম্মদ আলী ও মোঃ কেরামত আলীর পক্ষে উপহার সামগ্রী গ্রহণ করেন সংশ্লিষ্ট পরিবারের সদস্য বৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।
দ্বিতীয় পর্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভুঁইয়া। পরে কনসার্ট অনুষ্ঠানে দেশ সেরা শিল্পী বৃন্দ তাদের পার্ফম করে শ্রোতাদের মুগ্ধ করে।

Related Articles

Leave a Reply

Back to top button