sliderস্থানীয়

গৌরীপুরে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বুধবার দিবাগত ১২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার বাগানবাড়িতে অগ্নি কান্ডের ঘটনা ও লুটপাটে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। অগ্নিকা-ের খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও প্রতিবেশী লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে হারুন মিয়ার ছেলে সাইফুলের বসতঘর আসবাবপত্র ও ২৫/৩০ মুরগী পুড়ে ছাই হয়ে যায়। সাইফুলের মা আলেহা খাতুন জানান, দূর্বৃত্তরা তাঁর আরেক ছেলে খাইরুলের বসতঘর ও আসবাবপত্র কুপিয়ে বিনষ্ট করে এবং টাকা পয়সা স্বর্ণগহনা সহ মূল্যবান মালামাল ইঞ্জিন চালিত নৌকায় করে নিয়ে গেছে এতে দশলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। আব্দুল লতিফের পাশের ঘর কুপিয়ে বিনষ্ট করে বলে দাবি করেন তাঁর স্ত্রী আয়েশা এবং নাতি পারভেজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ তাদের। লুটপাট ও অগ্নিকা-ের ঘটনায় থানায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

Related Articles

Leave a Reply

Back to top button