sliderস্থানীয়

গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অনুদান বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি : আজ ০৫ জানুয়ারী (মঙ্গলবার) বিকাল ৫টায় গোয়াইনঘাটের কোওরবাজারে, প্রবাসী সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অনুদান বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে এবং লেঙ্গুড়া ইউনিয়নের ইউপি সদস্য কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি তাঁর বক্তব্যে বলেন গোয়াইনঘাট উপজেলার মানবতাবাদী সামাজিক প্রবাসী সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট” হচ্ছে মানবতার ফেরিওয়ালা। যেখানে মানুষের দুর্দশা দেখা দেয়, অসহায়ত্বের সন্ধান পাওয়া যায়, সেখানেই গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট সহায়তার হাত বাড়িয়ে দেয়। বন্ধুবর মাওলানা বিলাল উদ্দিন ও লুৎফুর রহমানসহ সংগঠনের প্রতিটি সদস্য খুব উদার মনের এবং সহায়তার জন্য তাঁদের হাত সবসময় খোলা থাকে। তাঁদের মত উঁচু মনের প্রবাসী নিয়ে সংগঠিত গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট মানবতার এক ফেরিওয়ালা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন, স্থানীয় সমন্বয় কমিটির সমন্বয়ক তুরাব আলী, পিয়ান পাথর উত্তোলন ও ব্যবসায়ী সমিতির সদস্য (২) বুলবুল আহমদ, মাওলানা ইজ্জত উল্লাহ, জামাল উদ্দিন (সাবেক মেম্বার), মাওলানা মুসা মিয়া, মাওলানা নাজিম উদ্দীন, সুফিয়ান আহমদ খোকন, মারুফ আল মাহবুব, মাওলানা আয়্যুবুর রহমান, জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, তানজিল আহমদ, জয়নাল আবেদীন প্রমুখ।
অনুদান প্রদান অনুষ্ঠানে কোওরবাজারের পরবল্লী গ্রামের জলাল উদ্দিনের পঙ্গু দুই ছেলেকে চিকিৎসার জন্য নগদ ৩৬,০০০/= দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button