sliderস্থানীয়

গোয়াইনঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট : সিলেটে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ অঞ্চলে ডেঙ্গুতে এখন পর্যন্ত কেউ মারা না গেলেও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৭ শ। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের ঘোষণায় আজ রবিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি গোয়াইনঘাট (এসিল্যান্ট) তানভীর হোসেন, সেলিম উল্লাহ, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, মহসিন আহমদ, লুৎফুর রহমান, কালাম আহমদ, জাহিদ আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে, গোয়াইনঘাটের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্ব স্ব উদ্যোগে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button