sliderস্থানীয়

গোয়াইনঘাটে ছাত্র জমিয়তের উলামায়ে দেওবন্দ কনফারেন্স অনুষ্ঠিত

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট: ছাত্র জমিয়ত বাংলাদেশ ডৌবাড়ি ইউনিয়নের (গোয়াইনঘাট) উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণী ও উলামায়ে দেওবন্দ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় স্থানীয় নিহাইন বাজারে সংগঠনের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের পরিচালনায় উলামায়ে দেওবন্দ কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী।

তিনি বলেন, দেওবন্দিয়ত একটি আদর্শ ও নিরব বিপ্লবের নাম। বিশ্বের চতুরদিকে দেওবন্দী ধারার উলামায়ে কেরামরা ইসলামের রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছেন, সঠিক ইসলাম চর্চা করে যাচ্ছেন। বিভিন্ন বাতিল অপশক্তিরা যে রূপেই আসে না কেনো, উলামায়ে দেওবন্দ চিহ্নিত করতে পারেন সহজে।

বক্তব্য রাখেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, গোয়াইনঘাট জমিয়তের সভাপতি নুরুল ইসলাম বৌলগ্রামী, গোয়াইনঘাটের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,বাহা উদ্দিন বাহার, ইউসুফ আলী, ইমদাদুর রহমান, মাওলানা মুজাম্মিল, আব্দুল হান্নান, আব্দুল করিম দিলদার, ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন, হাফিজ সুহাইল, আবু তালহা তোফায়েল, হাফিজ এহসান উল্লাহ, ইকরামুল হক জাবের, আব্দুল্লাহ মাহফুজ ও তারেক মনোয়ার।

Related Articles

Leave a Reply

Back to top button